হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের সভা অনুষ্ঠিত।

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের সভা অনুষ্ঠিত।

এম এ ওয়াহেদঃ হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) হবিগঞ্জ সুরবিতান ললিতকলা মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক বাহার উদ্দিন। জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়) জোটের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম এ ওয়াহেদ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সাঈফী, সদস্য মুজিবুর রহমান মারাজ, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতালিব তালুকদার দুলাল, যুগ্ম সম্পাদক শেখ ওসমান গনী রুমি, সদস্য এম এ হান্নান, মাধবপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ বাহার মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সদস্য তোফাজ্জল হোসেন অনিক, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য সৈয়দা রুমি প্রমূখ। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে আগামী জুলাই মাসে শ্রীমঙ্গলে অনুষ্ঠেয় সিলেট বিভাগীয় এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি) সম্মেলন সফল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *