এম এ ওয়াহেদঃ লাখাইয়ে পুলিশের অভিযানে ৮ জুয়ারীকে আটক করে পুলিশ। আটকৃত আসামীরা হলেন খলিল মিয়া,ছালেক মিয়া, মোজাম্মেল, এনামুল হক, জাকারিয়া, খালেদ মিয়া, শাহীন মিয়া, শামীম মিয়া। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম (সেবা) দিকনির্দেশনায় ও আমার নির্দেশে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে করাব গ্রামে আসামী খলিল এর ঘর থেকে ৮ জুয়ারীকে তাস খেলা অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। আসামীরা করাব গ্রামের হলেন শহীদ মিয়ার ছেলে খলিল মিয়া (৩৪) মৃত আঃ জব্বার এর ছেলে ছালেক মিয়া (৬০) মৃত সহীদ মিয়ার ছেলে মোজাম্মেল (৩৬) মৃত ইকরাম আলীর ছেলে এনামুল হক (৪০) নুর মিয়ার ছেলে জাকারিয়া (২৬) মৃত আলী আফছর এর ছেলে খালেদ মিয়া (২২) ফারুক মিয়ার ছেলে শাহীন (২০) মৃত ফুল মিয়ার ছেলে শামীম মিয়া (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৬২১০ টাকা ও ২ বান্ডিল তাস জব্দ করা হয়েছে। আসামীদেরকে মঙ্গলবার (২ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম।