এম এ ওয়াহেদঃ লাখাই উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, উপজেলা পঃপঃ কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াস, লাখাই পবিস জোনাল অফিস এর ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তুি হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রকিব,সমবায় কর্মকর্তা রূপালী পাল , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, আব্দুল কদ্দুছ, নোমান মিয়া, হাজী আজাদ হোসেন ফুরুক, আবুল কাশেম মোল্লা ফয়সল , লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।