লাখাইয়ে টানা ভারী বর্ষনে মৌসুমি শাকসবজি ও আউশধানের ব্যাপক ক্ষতিসাধন।

লাখাইয়ে টানা ভারী বর্ষনে মৌসুমি শাকসবজি ও আউশধানের ব্যাপক ক্ষতিসাধন।

এম এ ওয়াহেদঃ লাখাইয়ে টানা ৩ দিনের ভারী বর্ষনে খাল- বিল নদীনালা জলে টইটম্বুর। বিস্তীর্ণ ফসলের মাঠ জলে নিমজ্জিত হয়ে পড়েছে।এদিকে টানা ভারী বৃষ্টি পাত এর ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছে কর্মহীন।
ভারী বৃষ্টি পাত অব্যাহত থাকায় বন্যা আশংকা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে রোপা আউশধান ও মৌসুমি শাকসবজির ব্যাপকভাবে ক্ষতি সাধন হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে আউশধান এর আবাদ হয়েছে ১ হাজার ৬ শত হেক্টর। এর মধ্যে অব্যাহত ভারী বর্ষনে ২৫ হেক্টর জমির আউশধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। শাকসবজির আবাদ হয়েছে১২০ হেক্টর। এরই মধ্যে ৪০ হেক্টর জমি শাকসবজি ভারী বৃষ্টি পাত এর ফলে ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন ভারী বৃষ্টি পাত এর ফলে লাখাইয়ে বিস্তীর্ণ ফসলের মাঠে ক্ষতি সাধন হয়েছে তবে ক্ষতি পরিমাণ নিরুপন চলছে। এরই মধ্যে ২৫ হেক্টর আউশধান এর জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এবং কিছু জমি আংশিক নিমজ্জিত।৪০ হেক্টর মৌসুমি শাকসবজির ক্ষতি সাধন হয়েছে। তবে বৃষ্টি পাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেতে পারে। আর নিমজ্জিত আউশধান এর জমি থেকে কিছু দিনের মধ্যে পানি নেমে গেলে আউশধান এর তেমন ক্ষতির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *