লাখাইয়ে গঙ্গানগর কমিউনিটি ক্লিনিকে দায়ীত্ব প্রাপ্তদের অনিয়মের অভিযোগ উঠেছে।

লাখাইয়ে গঙ্গানগর কমিউনিটি ক্লিনিকে দায়ীত্ব প্রাপ্তদের অনিয়মের অভিযোগ উঠেছে।

এম এ ওয়াহেদঃ  লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গঙ্গানগর কমিউনিটি ক্লিনিক এর দায়ীত্ব প্রাপ্তদের বিরুদ্ধে অনিয়ম এর অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় ঔ ক্লিনিক এর দায়ীত্ব প্রাপ্ত বিউটি সণ্যাসী পূর্ব বুল্লা গঙ্গানগর কমিউনিটি ক্লিনিক নিয়মিত আসেন না এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় ঔ কমিউনিটি ক্লিনিক এর দরজায় তালা ঝুলছে। এ বিষয়ে ঔ ক্লিনিক এর দায়ীত্বরত বিউটি সণ্যাসীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান, আজ শনিবার আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় আমি ক্লিনিকে যেতে পারিনি তবে আমার অসুস্থতার বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রশিদ  এর কাছে ছুটি চেয়েছিলাম। তিনি আরো বলেন আমি অসুস্থ কি করে অফিস করব। আমি যদি মারা যাই তা হলে কে অফিস করবে বা কে দায়ীত্ব পালন করবে। তিনি ফোনে বার বার ভিডিও লাইভ ডিলিট করে দেয়ার জন্য এ প্রতিনিধিকে অনুরোধ জানান। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইতিপূর্বেও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তবে আজকে বিনা অনুমতিতে  অনুপস্থিত থাকার কারনে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। আমার বিভাগের কেউ অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবেনা। তিনি আরো জানান ঔ ক্লিনিকে দায়ীত্বরত হাফিজুল ইসলাম ঔ ক্লিনিকে আজ না থাকার কারন হিসেবে তিনি জানান সে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ভিজিট করার দায়ীত্ব রয়েছে সেহেতু সে  আজ  অনুপস্থিত।  এ বিষয়ে উপজেলা পঃপঃ কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াস এর সাথে যোগাযোগ করে তার অধিনস্ত মাহেলা আক্তার আজ অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আপনি আমাকে অবহিত করেছেন যখন তখন আমি আগামীকাল  মাহেলা আক্তার কে ডেকে এনে অনুপস্থিতির কারন কি জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় পূর্ব বুল্লা গ্রামের এলাকাবাসী ও সেবা গ্রহিতাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে  পূর্ব বুল্লা গঙ্গানগর কমিউনিটি ক্লিনিক  নিয়মিত খোলা রাখার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *