মহাসড়কে চলমান ফোর লাইন নির্মাণাধীন ব্রীজের কাজ করার সময় অসতর্কতাবশত গ্যাস লাইন হয়ে যায় ছিদ্র মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ।

মহাসড়কে চলমান ফোর লাইন নির্মাণাধীন ব্রীজের কাজ করার সময় অসতর্কতাবশত গ্যাস লাইন হয়ে যায় ছিদ্র মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ।

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের ফোর লাইনের কাজ করার সময় দুর্ঘটনায় গ্যাস লাইনে ছিদ্র হওয়ায় মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির কাছে ঢাকা সিলেট মহাসড়কে চলমান ফোর লাইন প্রকল্পের নির্মাণাধীন ব্রীজের কাজে এক্সাভেটর ব্যবহারের সময় অসতর্কতা বসত গ্যাস লাইনে ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শিল্প কারখানার উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

জালালাবাদ গ্যাস শাহজিবাজার এর ব্যবস্থাপক জুনাইদ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুর্ঘটনাস্থলে কাজ করতেছি। আশাকরি সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *