বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার ফয়জাবাদ চা বাগানের ট্রাক্টর চালক মিহির কর্মকার(৫৫) নামে এক ব্যক্তির হার্টএট্যাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডাক্তারের অবহেলাকে দায়ী করছেন স্বজন ও শ্রমিকরা।ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রশিদপুর চা বাগানের হাসপাতালে।
জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানের দীর্ঘদিন যাবত ট্রাক্টর চালক হিসেবে কাজ করতেন মোহন লাল কর্মকারের ছেলে মিহির কর্মকার(৫৫) তিনি রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রশিদপুর চা বাগানে চা পাতা নিয়ে আসলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন।তাৎক্ষণিক তাকে রশিদপুর চা বাগানের হাসপাতালে নিয়ে আসলে যথাসময়ে ডাক্তার পায়নি স্বজনরা। এ ঘটনায় লাশ হাসপাতালে রেখেই ডাক্তারের অবহেলাকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান শ্রমিকরা।পরে এ ঘটনার খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করলেও ডাক্তারের সঠিক বিচার না হওয়া পর্যন্ত লাশ হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেন উত্তেজিত শ্রমিকরা।
এ নিউজ লেখা পর্যন্ত লাশ হাসপাতালেই ছিলো।