বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকারী জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ ও ২০২১ সালে প্রধানমন্ত্রী হবার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সারাদেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে।
নির্বাচন এলেই বিএনপি দেশ বিরোধি ষড়যন্ত্র করে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীর সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় নৌকায় ভোট দেবার আহবান জানান।
তিনি আজ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম রুশোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আফসারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা,
সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১০ নং ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, ১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷