ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা

ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা

ঢাকায় ফের আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বনানী এলাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এই নতুন দূতাবাসের উদ্বোধন করেন।

এ সময় শাহরিয়ার আলম বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত। এটা শুধু কূটনৈতিক সম্পর্ক নয়। এটা একটা আবেগঘন মুহূর্ত।’

আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তটিকে ‘দুই দেশের মধ্যে আরো ভালো এবং শক্তিশালী সম্পর্ক তৈরির জন্য একটি পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

ঢাকায় নিযুক্ত কূটনীতিকরাও অনুষ্ঠানে যোগ দেন। ৪৫ বছর পর আবার দূতাবাস খুলল আর্জেন্টিনা। ১৯৭৮ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক জান্তা ঢাকায় দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

দুই দেশের মধ্যে কূটনৈতিক কার্যক্রম, যেমন- ভ্রমণের জন্য ভিসা ইত্যাদি তখন থেকেই প্রতিবেশী দেশ ভারতের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

আর্জেন্টিনা বলেছে, ‘রাজনৈতিক, কৌশলগত ও বাণিজ্যিক’ কারণে বৈদেশিক নীতি নির্দেশিকা অনুসারে পুনরায় দূতাবাস চালু করা সুবিধাজনক।

নতুন দূতাবাস উদ্বোধন এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন আরো গভীর করতে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার মন্ত্রী।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *