এম এ ওয়াহেদঃ লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষে ঘটনায় অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায়। মুড়িয়াউক গ্রামবাসী সুত্রে জানা মুড়িয়াউক গ্রামের পুকুর পাড় ও পূর্ব পাড় যুবকদের মাঝে মুড়িয়াউক ফুটবল খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র উভয় পক্ষের মাঝে তর্ক বির্তকের এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মাঝে ঘন্টা ব্যপি সংঘর্ষে অর্ধশত নারী পুরুষ ও শিশু সহ অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আহতের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এবং অনেক আহতকে হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে আমি সহ ওসি তদন্ত চম্পক দাম, পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সহ একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।আহতরা হলেন এনামুল হক( ২২) ফুল মিয়া(৫৫)তোফাজ্জল (২৫) শরিফ( ১৮) তুহিন (১২) শরিফ (১১) ফরহাদ (৩০) হাকিমা (৫০) শফিকুল (২৫)
