বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ১৮ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি তাজুল ইসলাম (৩৫) ৪ নং সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আব্দুল মোতলেব এর ছেলে। সে দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিল।
শনিবার বিকেল ৩ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের হাসপাতাল এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করে।
এসআই এখলাছুর রহমান ভূইয়া জানান তার বিরুদ্ধে বন মামলা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ১৮ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।