বাহুবলে বিএনপির অফিসে হামলা-ভাংচুরের ঘটনায় আ’লীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের বাহুবলে ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির নতুন বাজার অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে প্রধান আসামী করে ৩৭ জনকে বিবাদী করা হয়েছে।

মামলার বাদী হলেন স্থানীয় চক্রামপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে যুবদল নেতা ছাদেক চৌধুরী। বাহুবল থানার মামলা নং ১২/৯৫। তারিখ ১৮/০৬/২০২৫। এ মামলায় বিবাদীদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধোর করে জখম, ভাংচুর ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন মিয়া নতুন বাজারে যুবদল নেতা রাসেলকে ডেকে নেন। সেখানে তাকে বিএনপি করার কারনে হারুন মিয়া ও তার সহযোগীরা হুমকি দেন । এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন মিয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি অফিসে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি ভাংচুর সহ চেয়ার টেবিল ভাংচুর করা হয়। হামলাকারীরা রাসেল সহ ৫ জনকে আহত করে। খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন মঙ্গলবার বিকেল ৫ টার দিকে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব শেখ মোঃ সুজাত মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বিএনপির অফিসে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোঃ আতিকুল ইসলাম ফারুক এ ঘটনার সাথে জড়িতদের
সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *