বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির নতুন বাজার অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যুবদল নেতা রাসেল মিয়া সহ ৫ জন আহত হয়েছেন। ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে সংগঠিত এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত যুবদল নেতা রাসেল মিয়া জানান, ঘটনার আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন মিয়া নতুন বাজারে তাকে ডেকে নেন। সেখানে তাকে বিএনপি করার কারনে হারুন মিয়া ও তার সহযোগীরা হুমকি প্রদান করে। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন মিয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি অফিসে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি ভাংচুর সহ চেয়ার টেবিল ভাংচুর করা হয়। হামলাকারীরা রাসেল সহ ৫ জনকে আহত করে। খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫ টার দিকে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব শেখ মোঃ সুজাত মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে শেখ সুজাত মিয়া সাংবাদিকদের জানান, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ছুবল দেয়ার চেষ্টা করে। তিনি বিএনপির অফিসে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোঃ আতিকুল ইসলাম ফারুক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, ঘটনা জানতে পেরে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।