হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ডেবিল হান্টে অভিযান চালিয়ে জাপা নেতা ফরিদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত জাতীয় পার্টি নেতা মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের মকসুদ আলীর ছেলে। সে জেলা যুব সংহতির সাবেক যুগ্ন আহব্বায়ক, উপজেলা জাপার সদস্য।
জানাযায়, সম্প্রতি তার ফেসবুক আইডিতে ড.ইউনুছসহ এনসিপি, জামায়াত ও বিএনপিকে নিয়ে গালাগালি ও হুমকি দমকি দিয়ে আসছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে ফ্যসিস্টের সাথে থেকে ছাত্র জনতার উপর হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।