বাহুবলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পানিবন্দী একাধিক পরিবার

বাহুবলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পানিবন্দী একাধিক পরিবার

বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রামে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় একাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হঠাৎ কেউ দেখলে মনে করবেন এটা পুকুর কিংবা জলাশয়। কিন্তু জলাশয় নয়। বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে বড়গাও গ্রামের দক্ষিণ এলাকা। এতে চরম বিড়ম্বনার মুখে পড়েছেন নিজাম উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জাহির মিয়ার পরিবার। এছাড়া আশেপাশের লোকজনও বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এ জলাবদ্ধতার জন্য কতিপয় প্রতিবেশীকে দায়ী করছেন ভুক্তভোগীরা। তারা বলছেন রাস্তার পাশের খাল ভরাটের কারণে এবার তাদের বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়ছে মৌসুমী ফসল শাক সবজি সহ ফলফলাদির গাছ।
এব্যাপারে প্রতিবেশী মহিবুর রহমান চৌধুরী বলেন পানি নিষ্কাশনে তাদের কোন আপত্তি নেই।
স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়া বলেন, শনিবার বিকেলে তিনি ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করে পানি নিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *