বাহুবল, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ফেসবুকে আল্লাহ ও রাসুল (সাঃ) শানে অবমাননাকর পোস্ট করার দায়ে কমল রবি দাস ২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার দারাগাও চা বাগান বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কমল রবি দাস বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের দক্ষিণ টিলার বাসিন্দা সুধামা রবি দাসের ছেলে। তাকে গ্রেফতার ও শাস্তীর দাবিতে মঙ্গলবার (১৩ মে) বিকাল ৫ টায় রশিদপুর ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন চা বাগান ঈদগা মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা শাইখুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের সভাপতি মাওলানা আজিজুল ইসলাম মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম, হাফেজ আব্দুর নুর, মাওলানা আব্দুর রহিম, বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ, মাওলানা নুরুল হক, মাওলানা তানভীর আহমদ ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কুলাঙ্গার কমল রবি দাসকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। ওসি মোঃ জাহিদুল ইসলাম এ দাবির সাথে একত্বতা ঘোষণা করে তাকে গ্রেফতারের আশ্বাস দেন। এর দুই ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করল পুলিশ।
দুই দিন আগে ধর্ম অবমাননার অভিযোগে রামজিত দাস নামে রশিদপুর চা বাগানেরএক যুবককে গ্রেফতারের পরদিন কমল রবি দাস তার ফেসবুক আইডি থেকে আল্লাহ ও রাসুল( সাঃ) সম্পর্কে আপত্তিকর পোস্ট করে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
উদ্ভুত পরিস্থিতিতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন উপজেলা প্রশাসনের অফিসিয়াল আইডি থেকে আইনী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে সকলকে সংযত থাকার আহবান জানান।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।