বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জ- মৌলভীবাজার জেলার চাহিদা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন রশিদপুর গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বাহুবল উপজেলার রশিদপুর ( বড়গাও) গ্যাসফিল্ড সভাকক্ষে আলোচনাকালে এ আশ্বাস প্রদান করেন গ্যাসফিল্ডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জীবন শান্তি সরকার। বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন হবিগঞ্জ ও সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে এ আশ্বাস প্রদান করা হয়।
বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন হবিগঞ্জ ও সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রশিদপুর গ্যাসফিল্ড কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়। আলোচনাকালে ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় গ্যাসফিল্ডের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী জীবন শান্তি সরকার চুক্তি মোতাবেক তাদের দাবি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং পর্যায় ক্রমে তা বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রশিদপুর গ্যাসফিল্ডের প্রকৌশলী উপ-মহাব্যবস্থাপক অরুপ কুমার, প্রকৌশলী গোলাম রব্বানী, প্রকৌশলী শরিফ আজিমুল হাকিম এবং বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ কদর আলী, সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়ন (মৌলঃ-০০৭) এর সভাপতি এম জসিম রানা, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসাইন ভূইয়া, শ্রীমঙ্গল উপ কমিটির সভাপতি শাহারাব ইসলাম রুহিন।
রশিদপুর গ্যাসফিল্ডের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী জীবন শান্তি সরকার আলোচনার বিষয়টি নিশ্চিত করেন।