বানিয়াচংয়ে নানা আয়োজনে বর্ষবরণ পালিত

বানিয়াচংয়ে নানা আয়োজনে বর্ষবরণ পালিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক অফিসার মাহবুবুর রহমান ও হৃদয় সূত্রধর, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক সুরুজ আলী, অপূর্ব চন্দ, সাধনারাণী সূত্রধরসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পহেলা বৈশাখের নানা অনুষ্ঠানমালা ও খেলাধুলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *