বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”- এ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ বাহুবলে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার চিন্ময় কর অপু, মৎস্য অফিসার সামিউল রেজা আসিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আকবর, জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন চন্দ্র রায়, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, সাংবাদিক সাজিদুর রহমান, ফয়ছল আহমেদ চৌধুরী তাইনুছ ও সালেহ আহমদ আবিদ প্রমুখ।
