বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মোবাইল চুরির দায়ে যুবককে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার আসামিরা হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিন গ্রামের আব্দুল হেকিমের ছেলে, আঃ মালিক (৫৫),, আব্দুল মালিকের ছেলে মোজাহিদ মিয়া (২২)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ৪ জুলাই রাত পৌনে ৯ টার দিকে বানিয়াচং থানা এলাকায় অভিযান চালিয়ে বাহুবল মডেল থানার মামলা নং-১০/৩২ হত্যা চেষ্টার অপরাধে ০২জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীরা আঃ মালিক (৫৫), পিতা-মৃত আঃ হেকিম ও মোজাহিদ মিয়া (২২), পিতা-মৃত আঃ মালিক, উভয় সাং-বন দক্ষিণ, থানা-সদর, জেলা-হবিগঞ্জ।
পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।