বাহুবলের মিরপুর রনক্ষেত্র।। পুলিশ সহ আহত শতাধিক

বাহুবলের মিরপুর রনক্ষেত্র।। পুলিশ সহ আহত শতাধিক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে তুচ্ছ ঘটনার জের ধরে তিন ঘন্টা স্থায়ী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার ( ১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে দৌলতপুর গ্রামের জনৈক রুবেল মিয়া নামের যুবকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে চারগাও গ্রামের এক যুবকের হাতাহাতি হয়। এ সময় বানিয়াগাও গ্রামের আকাশ আহমেদ নামের এক ব্যক্তি রুবেলের পক্ষ নিলে চারগাও গ্রামের লোকজন বানিয়াগাও গ্রামের লোকদের সাথে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মাকছুদুল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্ব অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় পুলিশ পিছু হটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়।

সংঘর্ষ চলাকালে ব্যকস এর সাবেক সভাপতি মুতাব্বির হোসেনের দোকান সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা সংঘর্ষ চলার পর রাত সোয়া ৮ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
আহতদের অনেকেই গোপনে চিকিৎসা নিচ্ছেন। দুই পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *