বাহুবলে ঈদ আনন্দ গিয়ে নারী উত্যক্তের জের।। সংঘর্ষে আহত ৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। বাহুবলে ঈদ ভ্রমণে যাওয়া নারীকে উত্যক্তের জের ধরে সংঘর্ষে ৪ যুবক রক্তাক্ত হয়েছে। এনিয়ে চারগাও বনাম বড়গাও গ্রামের লোকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪ টার দিকে মিরপুর- শ্রীমঙ্গল সড়কের মুছাই পাহাড়ে রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার প্রাক্কালে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রামের আব্দুর রউফ ভান্ডারীর ছেলে আল আমিন তার স্ত্রী ও শ্যালকের স্ত্রী সন্তানকে নিয়ে মুছাই পাহাড়ে রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় ঘুরতে যান।

এ সময় মোটরসাইকেল আরোহী একই ইউনিয়নের চারগাও গ্রামের মৃত আব্দস সহিদের ছেলে বজলু মিয়া (২৫) ও ইয়াকুব আলীর ছেলে নাইম (২০) সহ কয়েক যুবক নারীদের উত্যক্ত করে। এ নিয়ে আল আমিনের সাথে যুবকের বাক-বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে আল আমিন বাড়িতে জানালে গ্রাম থেকে যুবকরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে বড়গাও আব্দুল রউফ ভান্ডারীর ছেলে
রুহুল আমিন (২৭) ও তার ভাই আমিন (২২) এবং
চারগাও গ্রামের আব্স সহিদের ছেলে বজলু মিয়া (২৫) ও ইয়াকুব আলীর ছেলে নাইম আহমেদ (২০) আহত হয়। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান জানান, বিষয়টি মিমাংসার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *