প্রতিনিধি, বাহুবল, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের নতুন বাজারে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি হয়েছে। নিহত হন মোর্শেদ মিয়া (৫০) ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দু সালামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে মোর্শেদ মিয়া নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন বাজার এলাকায় পৌঁছামাত্র একটি অজ্ঞাতনামা পিকআপ টমটম গাড়িকে ধাক্কা দিলে তিনি পড়ে যান।
এ সময় স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।