বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা-যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ ফিরোজ মিয়া, ডাঃ আবুল হোসেন, উপজেলা জামায়াতের সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম, যুবনেতা মীর জমিলুন্নবী ফয়ছল, ছাত্র সমন্বয়ক তোফায়েল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।