ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ

ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাহুবল উপজেলার মিরপুরে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের জন্য জাতিসংঘের প্রতি দাবি জানান।

শুক্রবার ( ২১ মার্চ) বাদ জুম্মা মিরপুর জামেয়া হুসাইনিয়া মাদ্রাসা মসজিদ থেকে তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর চৌমুহনীয় পথ সভার মাধ্যমে সমাপ্তি হয়।

পথসভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা মাহমুদুল হাসান সালিম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আলম চৌধুরী তুষার, সাংবাদিক এম শামসুদ্দিন, কাজী মাওলানা আব্দুল হাই, ছাত্র সমন্য়ক তোফায়েল আহমদ প্রমুখ। বক্তারা ভারত ও ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *