বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে রাতের আঁধারে চলছে জেলা পরিষদের জায়গায় স্থাপনা নির্মাণ। আওয়ামী লীগ নেতা হাজী রহমত আলী ও আব্দুল সোবহান ওরফে ল্যাংড়া মুন্সির দখলকৃত জেলা পরিষদের পুকুর ভরাট করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।
উল্লেখিত ব্যক্তিদ্বয় সরাসরি না থেকে তারা তাদের ভাড়াটিয়া ব্যবসায়ী শফিকুল ইসলামকে দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে স্থায়ী পাকা দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন জানান, বিষয়টির ব্যাপারে তিনি অবগত নন।
উল্লেখ্য বাহুবল উপজেলা সদরে থানার উত্তর পাশে রয়েছে জেলা পরিষদের মালিকানাধীন বড় পুকুর। এক সময়ে ক্ষমতাসীন দলের লোক অথবা প্রভাবশালী ব্যক্তিরা একসনা লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করতেন। কিন্তু প্রায় দুই দশক ধরে উক্ত পুকুরের চতুর পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠায় বিশাল এ পুকুরটি বর্তমানে নর্দমায় পরিণত হয়েছে।
