বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি।। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া ও বালুছড়া বাগানে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করলেন হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও সমাজ সেবক কাজী আব্দুর রউফ বাহার।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক মোস্তফা হোসাইন, সাংবাদিক সাজিদুর রহমান, সাবেক ছাত্র নেতা তাজুল ইসলাম ও কাজী কাওসার আহমেদ, ইউপি প্যানেল চেয়ারম্যান শ্রীকুমার কৈরী সহ চা শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ শীতার্ত চা শ্রমিক নারী পুরুষের হাতে কম্বল তুলে দেন।
