বাহুবলে পবিত্র রমজানে বিয়ে বাড়িতে গান- বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

বাহুবলে পবিত্র রমজানে বিয়ে বাড়িতে গান- বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

বাহুবল( হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে পবিত্র রমজান মাসে বিয়ে বাড়িতে গান বাজানাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত জমিলা খাতুন (৭০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মার পরে এ ঘটনা ঘটে। ঘটনার পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপাড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এসময় স্থানীয় কিছু মুসল্লী পবিত্র রমজানে গানবাজনা করতে আপত্তি দেন। এনিয়ে দুই পক্ষে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়।

এব্যাপারে ঘোষপাড়া গ্রামের আব্দুল হামিদ জানান, আজ শুক্রবার তার মেয়ের বিয়ে উপলক্ষে ডিজে সাউন্ড বক্সে গান বাজানোর সময় কতিপয় দূর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। এসময় তার মা জমিলা খাতুন, বোন মিনারা খাতুন, শ্যালক হাবিবুর রহমান ও ভাই আব্দুল ওয়াদুদ আহত হয়। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *