বাহুবলে পাহাড় কেটে মাটি বিক্রি করছে রাধেশ্যাম ও কিশোন থানায় অভিযোগ

বাহুবলে পাহাড় কেটে মাটি বিক্রি করছে রাধেশ্যাম ও কিশোন থানায় অভিযোগ

মোছাঃ নিছপা আক্তার: বাহুবল উপজেলার ফয়জাবাদ গ্রামের রাধেশ্যাম কৈরী ও তার ভাই কিশোন কৈরীর বিরুদ্ধে দেদারছে পাহাড় কেটে ট্রাক্টর ভর্তি বিক্রি করে চলেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা রায়হান আহমদ নাবিল নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। জানা যায়, ফয়জাবাদ গ্রামের বর্তমান মেম্বার রাধেশ্যাম কৈরী ও তার ভাই কিশোন কৈরী স্থানীয় একটি প্রভাবশালী মহলকে হাত করে মাটি সিন্ডিকেট তৈরী করে এস্কেভেটর দিয়ে আব্দুল খালেক মিয়ার মালিকানাধীন পাহাড়ী টিলা কেটে ট্রাক্টর ভর্তি করে দেদারছে মাটি বিক্রি করছে। এ নিয়ে গ্রামের মুরুব্বীরা রাধেশ্যামকে সতর্ক করলেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থাকার কারণে কাউকে পরোয়া করছে না। এর প্রতিকার ও আইনগত ব্যবস্থার নিমিত্তে আব্দুল খালেক মিয়ার পুত্র রায়হান আহমদ নাবিল বাদী হয়ে রাধেশ্যাম ও তার কিশোন কৈরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উল্লেখ্য, পাহাড় কেটে মাটি বিক্রি করার কারণে আব্দুল খালেক সহ পার্শ্ব কৃষকগণ চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *