বাহুবল প্রতিনিধি: বাহুবলের একটি অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানকে কেক খাইয়ে দিয়ে ভাইরাল হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার। কেক খাওয়ার ছবি ফেসবুকে পোষ্ট করে তার পদত্যাগ চাইছে নেতাকর্মীরা।
বুধবার বিকেলে নিউ বিছমিল্লাহ হোটেনে ওই আওয়ামীলীগ নেতার আমন্ত্রনে একটি অনুষ্ঠানে যান বিএনপির সভাপতি, সেখানে একটি কেক কাটেন তারা। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতাকে কেক খাইয়ে দেন তিনি। এই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবিগুলি ফেসবুকে পোষ্ট করে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা তার পদত্যাগ দাবী করেন। এই অনুষ্ঠানে বিএনপির সভাপতি, আওয়ামিলীগ নেতার মুখে কেক তুলে দিয়ে বিতর্কের সৃষ্ঠি করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল আহাদ কাজল, নিরঞ্জন সাহা নীরু, ফারুক মিয়া,এফআর হারিছ।