বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ও নিয়মিত মামলায় ১জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১১ মার্চ রাতে অভিযান ৪০পিস ইয়াবা ট্যাবলেট সহ হরিতলা গ্রামের রোশন আলীর ছেলে ফেরদাউস মিয়াকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়। ১২ মার্চ বুধবার ভোর রাতে নিয়মিত মামলায় এজাহারভুক্ত আসামী চারগাও গ্রামের মৃত আকবর আলীর ছেলে রাসেল মিয়া (৩০) ও বন মালার পরোয়ানাভুক্ত আসামী মুড়াগাও গ্রামের আকিত উল্লার ছেলে আব্দুল মতিনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে পুলিশ।