বসছে জুয়া, উঠ্ছে টাকা, বিপদগামী যুব সমাজ
বাহুবলে মাদকের ভাগ নিয়ে মারামারি
কদ্দুুছের বাড়িতে বসছে জুয়ার আসর
বাহুবল( হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে মাদকের কেনাবচা ও জুয়ার আসর। দীর্ঘদিন ধরে জুয়ারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযান পরিচালিত না হওয়ায় অপ্রতিরুদ্ধ গতিতে চলছে অসামাজিক কার্যকলাপ।উপজেলা সদরের কদ্দুছের বাড়ি নামক স্থানে পবিত্র রমজান মাসে প্রতি রাতেই বসছে জুয়ার আসর।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক মইনুল মিয়া তার ভাড়াটিয়া ঘরে প্রতি রাতে বসাচ্ছে জুয়ার আসর। এ জুয়ার আসরে দাগি জুয়াড়ি ছাড়াও উঠতি বয়সের তরুনরা জড়ো হয়ে বিপথগামী হচ্ছে। অনেকে মনে করেন এধরনের জুয়াড়িরা জুয়ার টাকা জোগাতে চুরি-চামারিতে লিপ্ত হচ্ছে।
অপরদিকে উপজেলার পূর্ব জয়পুরে পশ্চিম পাড়ায় মাদক ও নারী দিয়ে চলছে অসামাজিক কার্যকলাপ। এখানে প্রায়ই মাদক ও নারী নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্র জানায়।
সোমবার (১০ মার্চ) রাত ৮ টার দিকে মাদকের টাকার ভাগ নিয়ে রিনা বেগম নামের এক নারীর সাথে মারামারিতে লিপ্ত হয় আলকাছ মিয়া প্রকাশিত সুমন নামের এক মাদকসেবী। এসময় রিনার হাতে আলকাছ শারিরীকভাবে লাঞ্ছিত হয়। তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছে তার সহপাঠীরা।
এছাড়া এখানে বিভিন্ন স্থান থেকে আগত যুবকরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এখানকার বখাটে ও মাদকসেবিদের কারণে অতিষ্ঠ। এরপরও ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে পারছে না।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।