বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুইটি অবৈধ ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। ১০ মার্চ সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার মিরপুর এলাকার বশিনায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস এর লাইসেন্স সহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এক্সেবেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের অধীনে অবৈধ ব্রিকফিল্ডের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
অভিযানে যৌথ বাহিনী সহযোগিতা করে।