বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে জামায়াত নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ৯ মার্চ রবিবার ফজরের নামাজের সময় বাহুবলের মিরপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। মহাশয় বাজার ইউনিট জামায়াতের সভাপতি সাব্বির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জামায়াত নেতা সাব্বির হোসেন জানান, ফজরের নামাজের সময় মসজিদের ভিতর তার উপর হামলা চালায় একই গ্রামের দুপরাজ মিয়া তালুকদারের ছেলে আওয়ামী ক্যাডার ওয়াহিদ মিয়া ও তার সহোযোগিরা। উপস্থিত মুসল্লীরা এগিয়ে আসলে ওয়াহিদ গং পালিয়ে যায়। এ-সময় লোকজন সাব্বির হোসেন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
এনিয়ে মিরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
