কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জালুয়াভিটি গ্রামের বাসিন্দা মৃত নওশের আলীর ছেলে করম আলী। তার স্ত্রী সন্তান নেই। প্রায় ৬ মাস আগে নিজগৃহে ভাত রান্না করতে গিয়ে চুলার আগুনে অগ্নিদগ্ধ হন করম আলী। লুঙ্গিতে চুলার আগুন লেগে পুড়ে যায় অধিকাংশ শরীর। তাৎক্ষণিক তাকে ভর্তি করা হয় ঢাকা বার্ন ইউনিটে। কিন্তু তার দরিদ্র, অসহায় মা অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা দিতে না পাড়ায় তাকে বাড়িতে নিয়ে চলে আসে। এতে বিনা চিকিৎসায় সংকটাপন্ন হয়ে পড়েছে তার জীবন। শরীরের পূড়া অংশে ধরেছে পচন। চিকিৎসক জানিয়েছেন দ্রুত উপযুক্ত চিকিৎসা না করালে অবনতি ঘটতে পারে শারীরিক অবস্থার। ইতিমধ্যে করম আলীর চিকিৎসা সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছেন করম আলীর মা। তার পরিপূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৫ লক্ষাধিক টাকা। কিন্তু সরকারি বা দানশীল ব্যক্তিদের সহায়তা ছাড়া করম আলীর পক্ষে চিকিৎসা ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। অসহায় করম আলী সকলের প্রতি সহানুভূতি কামনা করেন। এছাড়া মধ্যপাড়া ইউপি পরিষদ থেকে আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছান উদ্দিন ২ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানা গেছে।
