সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।। হবিগঞ্জের বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে ৪ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মাদক, সন্ত্রাস, জুয়া, চোরচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত তোতা মিয়া ছেলে সেলিম মিয়া(২৮) ও টেনু মিয়া (৪১), তার ছেলে শিবলু মিয়া (২২), তাদের বর্তমান ঠিকানা মিরপুর গরুর বাজার এবং -লাকড়িপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ জাকারিয়া (১৯)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এলাকার চিহ্নিত অপরাধী হিসাবে স্বীকৃত। মিরপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এ ধরণের অভিযান পরিচালান করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।