বাহুবলে ৪ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৩০ ডিসেম্বর রবিবার উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এতে ইটভাটায় বিএসটিআই লাইসেন্স না থাকায় শ্যামল দেব, তরুন কান্তি দাস এবং নজরুল ইসলামকে বিএসটিআই আইন, ২০১৮-এর আওতায় সর্বমোট ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী।

এছাড়া মহাসড়কের পাশে অবৈধভাবে বালু স্তুপ করে রাখায় দিদার মিয়া নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ৪টি মামলায় সর্বমোট এক লক্ষ পচাত্তর হাজার টাকা (১,৭৫,০০০/- টাকা) অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। বিএসটিআই, সিলেটের প্রসিকিউটর অমিত হাসান ছাড়াও বাহুবল মডেল থানা পুলিশ প্রশাসনের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *