বাহুবলে লাশ দাফনে বাঁধার নেপথ্য কাহিনী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। বাহুবলে লাশ দাফনে আওয়ামী লীগ নেতার বাঁধার নেপথ্য কাহিনী অনুসন্ধানে বেরিয়ে এসেছে। মূলত অনুমতি ব্যতিরেকে মাজার কমিটির সভাপতির পূর্ব পুরুষের কবরের মধ্যেই লাশ দাফনের চেষ্টায় নতুন করে বিরোধের সৃষ্টি হয়। সরকারি স্বীকৃতি প্রাপ্ত পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন প্রকাশিত কুমেদপুর গ্রামে অবস্থিত শাহজালাল উদ্দিন বোখারী ( রহঃ) এর মাজার।

অনুসন্ধানে জানা যায়, এক একর ৮৫ শতক জায়গা নিয়ে মাজার এরিয়া। সুলতানপুর উত্তর মৌজার ১৩ খতিয়ানের ১৩৯৯ দাগে অবস্থিত এ মাজারটি। উক্ত মাজারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মোঃ আব্দুল্লাহ। বিগত ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী আব্দানারায়ন- কুমেদপুরবাসী তাকে মাজার কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করেন। এরপর হতে ব্যাংক হিসাবের মাধ্যমে মাজারের যাবতীয় আয়-সংরক্ষন করা হয়। স্থানীয়রা জানান, ২০১৬-১৭ অর্থ বছরে মাজারের উন্নয়নে আসে সরকারি বরাদ্দ। মাজারের উন্নয়ন কাজ চলাবস্থায় ২০২২ সালের ২০ জুলাই পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাজেদুর রহমান শিফু মাজার কমিটির সভাপতিসহ ৫ জনকে বিবাদী করে একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে । এ সুবাদে আদালত বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জকে রিসিভার নিয়োগের আদেশ দেন। এ প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে খোলা হয় দান বাক্সের টাকা।
এদিকে মাজারে নিষেধাজ্ঞা বিদ্যমান থাকা অবস্থায় গত ২৩ ডিসেম্বর মামলার বাদী আওয়ামী লীগ নেতা মাজেদুর রহমান শিপু তার চাচাতো ভাইয়ের লাশ দাফনের জন্য মাজার কমিটির অনুমতি না নিয়ে কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহর পূর্ব পুরুষের কবর খুঁড়ে লাশ দাফনের চেষ্টা করেন। এ কবরের পাশের কবরটিও কমিটির সভাপতির চাচাতো ভাই ছোরাব উল্লাহর। যার নেইম প্লেইটসহ বিদ্যমান। পূর্ব পুরুষের কবরের উপর কবর খুঁড়তে বাঁধা দেওয়ার ঘটনায় শিপুর চাচাতো ভাইয়ের ছেলে শাহ শওকতুর রায়হান বাদি হয়ে সভাপতি সহ ৭ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *