স্টাফ রিপোর্টার: কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী আগমন উপলক্ষে ২নং ওয়ার্ডে মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শফিকুল আলমের সভাপতিত্বে ২০ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পরে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এম. আনোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল মন্ডল, সফর সঙ্গী হিসেবে ছিলেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহা আবুল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি এস.এ টুটুল ও আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।