বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রথমবারের মত শিক্ষার্থীদের জন্য শাটল বাসসেবা চালু করল সানসাইন মডেল হাই স্কুল এন্ড কলেজ।
সানসাইন মডেল হাই স্কুল এন্ড কলেজের সভাপতি এম শামছুদ্দিন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বাস সার্ভিসটি উদ্বোধন হবে।
প্রথম পর্যায়ে পহেলা জানুয়ারীতেই মিরপুর থেকে দ্বিগাম্বর পর্যন্ত চলবে এই শাটল বাসটি।
পরবর্তীতে উপজেলার প্রতিটি রোডেই শিক্ষার্থীদের সুবিধার্থে এই শাটল বাস সার্ভিসটি চালু থাকবে বলে আশাবোধ করছেন।