বাহুবল প্রতিনিধি: বাহুবলে ১৬ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত প্রথম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় দিবসটি উদযাপন করা হয়।
১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শীবরাজ চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম আহমেদের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে আগে সূর্য্য উদয়ের সাথে সাথে তোপধ্বনি, শহীদ মিনার ও বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।