জমে উঠেছে ঐতিহ্যবাহী বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি সম্পাদক সহ ৯ পদে ১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ।

জমে উঠেছে ঐতিহ্যবাহী বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি সম্পাদক সহ ৯ পদে ১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ।

বাহুবল প্রতিনিধিঃজমে উঠেছে ঐতিহ্যবাহী বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন,সভাপতি সম্পাদক সহ ৯ পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ১২ প্রার্থী।

আগামী ১০ ডিসেম্বর(২০২৪) জমকালো আয়োজনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে প্রার্থীরা হলেন,দৈনিক যুগান্তর ও চ্যানেল এস টিভির প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম ও এটিএন বাংলার প্রতিনিধি নিরেন দেব বর্মা।
সহ সভাপতি পদে সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ দৈনিক বাংলা নিউজ,

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন,দৈনিক দেশ বাংলার প্রতিনিধি এফ আর হারিছ ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুল উদ্দিন ইমন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন,দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমেদ ও দৈনিক কালবেলার প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর।
অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমির আলী।

নির্বাহী সদস্য পদে এম.সোহেল আহম্মদ কুটি দৈনিক দেশ রুপান্তর,হুমায়ুন কবির দৈনিক যায়যায়দিন ও ছাদিকুর রহমান দৈনিক খোলা কাগজ।
উল্লেখ্য যে, নির্বাচন পরিচালনার জন্য আব্দুল আউয়াল তহবিলদার সবুজকে আহ্বায়ক, সৈয়দ আব্দুল মান্নান ও মামুন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ২৭ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন আহ্বায়ক কমিটি,গতকাল ২৮ নভেম্বর ছিল মনোনয়ন ফরম বিক্রির শেষদিন।সভাপতি সম্পাদক সহ ৯ পদে মোট ১২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বাহুবল, হবিগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *