আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ করে বেড়াচ্ছেন শিল্পপতি আলহাজ্ব ইউনুস আলী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ করে বেড়াচ্ছেন শিল্পপতি আলহাজ্ব ইউনুস আলী

পাবনা জেলা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় পর্যায়ে গনসংযোগ করে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ইউনুস আলী। তিনি পাবনা-১, সংসদীয় আসনের সাঁথিয়া ও বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও সমাবেশ করে যাওয়ার কর্মসূচী নিয়েছেন।

এরই অংশ হিসেবে শুক্রবার (১ নভেম্বর ২০২৪ (হাটুরিয়া- নাকালিয়া) ইউনিয়নে বিএনপি’র একটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষ করে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সমাবেশ করেন।

নাকালিয়া হাটুরিয়া বাজারে এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি ও কেন্দ্রীয় তাঁতীদল নেতা আলহাজ্ব মো. ইউনুস আলী। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিল তাদের সরকারের যদি পতন হয় তাহলে আওয়ামী লীগের ৫ লক্ষাধিক নেতাকর্মী মারা যাবে। ইউনুস আলী বলেন সেটা কি হয়েছে? সেটা হয়নি। এবং আমরা বিএনপির নেতাকর্মীরা প্রমাণ করেছি বিএনপি কোন সন্ত্রাসী রাজনীতি করে না। তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো দলীয় মনোনয়নের জন্য। আমি যদি ভাল হই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য সুপারিশ করবেন। আমি নমিনেশন পেলে আপনারা আমার জন্য কাজ করবেন। আর আমি কথা দিচ্ছি, আমি ছাড়া অন্য কেউ মনোনয়ন পেলে আমি অবশ্যই তার জন্য কাজ করবো৷

কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইউনুস আলী তার ইউনিয়নে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আমার এলাকার মানুষের সুখে দূখে যেভাবে পাশে ছিলাম ভবিষ্যতে আমার ব্যক্তিগত ও সরকারের সহযোগিতা আপনাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করে যাবো।

আমি আশা করবো আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা করেন এবং মামলা হামলায় আহত বিএনপির নেতা কর্মীদের খোঁজ খবর নেন এবং পাশে থেকে তাদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *