লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ ওয়াহেদঃ লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। লাখাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজন বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অভ্যন্তরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, বামৈ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক সহ  ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও  প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু’র সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, সমাজ সেবা কর্মকর্তা মোহাদ্দেছ, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় , মৎস্য চাষী হৃদয় রহমান, রেজবা আক্তার পান্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দীন ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।” ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিবাদ্য কে সামনে রেখে  সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, লাখাই উপজেলা হাওর বেষ্টিত এলাকা হিসেবে দেশীয় মাছ উৎপাদনে বড় ধরনের ভুমিকা রেখে আসছে এবং উপজেলার চাহিদা মিঠিয়ে রপ্তানিতে ভুমিকা রেখে আসছে। তিনি আরো বলেন উপজেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পোনামাছ নিধনে অগ্রনি ভুমিকার রাখার জন্য আহবান জানান। লাখাই উপজেলার বিভিন্ন নদ নদী খননের জন্য ইতিমধ্যে প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে অচিরেই তা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে  লাখাই উপজেলার বিভিন্ন নদী খনন  ও সুতাং নদী দূষণ মুক্ত করার জন্য আগামী ৯ জুলাই নদী খনন বিভাগের চেয়ারম্যান হবিগঞ্জ জেলায় আসার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *