মহরত হলো রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমার। পরাণ ও দামাল ছবির নির্মাতা রায়হান রাফি সুড়ঙ্গের পরিচালক। এতে অভিনেতা নিশো তার প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই স্টুডিওজ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সুড়ঙ্গের মহরত।
সুড়ঙ্গ নিয়ে আফরান নিশো বলেন, ‘আমার সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করার। রাফি এখন জনপ্রিয় নির্মাতা। বড় পর্দায় যেমন প্রথম কাজ, রাফির সাথেও প্রথম কাজ হচ্ছে আমার। আমি তাকে যতটুকু সম্ভব অ্যাপ্রিশিয়েট করি। প্রথম কাজে একটু রিস্ক থাকে। যেহেতু সবাই আমরা হার্ড ওয়ার্কিং সবাই ডেডিকেটেড। আমাদের ডিওপি এক মাসের বেশি সময় ধরে এটার সাথে কাজ করছে। পুরো টিম এক সাথে আছে। ভালো কিছু হবে আশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
তমা মির্জা বলেন, ‘রাফির সাথে ‘খাঁচার ভেতর অচিন পাখি’-তে কাজ করে সবার প্রশংসা পেয়েছি। এজন্য তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তার কাছ থেকে শিখছি আমি।’
আফরান নিশোর প্রসঙ্গ টেনে তমা বলেন, ‘নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে, তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলেছেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আমাকে আপনার বড়পর্দার জার্নির সাথে সঙ্গী করে নেয়ার জন্য।’
খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে জানিয়ে রায়হান রাফি বলেন, ‘সুড়ঙ্গ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন আগে থেকেই এই গল্পটা আমি বানাতে চাই। কিন্তু এই গল্পটা বানানোর জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু কিছু গল্প শুধুমাত্র পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। স্টং প্রযোজক দরকার হয়। সুড়ঙ্গের জন্য আমি এমন দুটি প্রযোজনা প্রতিষ্ঠানকে পেয়েছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নির্মাতা রায়হান রাফি এরই মধ্যে নিজের নির্মাণ দিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। এরকম গল্প, টিম, পরিকল্পনা নিয়ে হাজির হয় তখনই বোঝা যায় যে বড় কিছু একটা হতে যাচ্ছে।’
আলফা আই স্টুডিওজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘এই সিনেমার মধ্য দিয়ে অনেকগুলো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে।’
মহরতে আরো উপস্থিত ছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস প্রমুখ।