বাহুবল প্রতিনিধি: সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রুপান্তর সংস্থার বাস্তবায়িত আস্থা নামক প্রকল্পের আওতায় বাহুবল যুব ফোরামের আয়োজনে ১১ জুলাই ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকালে বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়ন কালিগজিয়া আদিবাসী পূঞ্জিতে সহিংসতা মুক্ত শান্তি ও সম্প্রিতি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার মান্য- গন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো জেলা নাগরিক ফোরামের সদস্য সাজন দেব বর্মা এবং উপজেলা যুব ফোরামের মনি দেব বর্মা, পায়েল দেব বর্মা অভিন্দন কৈরি উপস্থিত ছিলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনার সমাপ্তি হয়।