বাহুবলে বর্তমান উপজেলা ও ৫ আওয়ামী লীগ নেতাকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান হলেন একজন আলেম। বিজয়ী প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন ১৮ হাজার ৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ কামরুল ইসলাম ১৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ফারুক মিয়া পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার রিতা ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসিনা আক্তার সিফা পেয়েছেন ১৩ হাজার ৯৫৬ ভোট। বেসরকারী ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরী ১২ হাজার ৮৯ ভোট, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী ৭ হাজার ৩৭৩ ভোট, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ৫ হাজার ৮৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া ৪৭৩ ভোট এবং বর্তমান উপজেলা চেযারম্যান সৈয়দ খলিলুর রহমান ২৬৯ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- মোঃ নবী হোসেন মোড়ল ৮ হাজার ৭৭১ ভোট, মোঃ শামীনুর রহমান ৫ হাজার ৭০৮ ভোট, মোঃ সোহেল আহমেদ ৩ হাজার ৯১০ ভোট, শশাংক রঞ্জন দাশ ৩ হাজার ৫১৮ ভোট, সিরাজুল ইসলাম ৩ হাজার ১৯৩ ভোট এবং মোহাম্মদ আব্দুল মালেক মাদানী ২ হাজার ১৯৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- সালেহা বেগম চৌধুরী ১১ হাজার ৪৫৫ ভোট, মোছাঃ আলফা বেগম ৮ হাজার ২০১ ভোট এবং মোছাঃ নিসফা আক্তার ৬ হাজার ৬৭৯ ভোট।