বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে রাস্তার পাশ থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্হানীয় ও পথচারীরা। রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হামিদনগর এলাকার রাস্তার পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।বাহুবল মডেল থানার এসআই মকসেদুল জানান, উপজেলার হামিদনগর এলাকার নিকিল বাবুর বাসার সামনে রাস্তার পাশে কয়েকজন পথচারী এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায়। এরপর ৩-৪ জন স্থানীয় ও পথচারী সেখানে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা নবজাতক দেখতে পায়। এ সময় স্হানীয় ও পথচারীরা পুলিশকে খবর দিয়ে নবজাতককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খনক পাল বলেন, ওই নাবজাতককে লালন-পালন ও উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়।