বাহুবলে বিজয়ী হবার পরই কৃতজ্ঞতা জানাতে লোকালয়ে ঘুরছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হবার পরই চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসাইন সালেহী, ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রীতা কৃতজ্ঞতা জানাতে উপজেলার বাজার ও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
প্রতিদিনই গ্রাম থেকে গ্রামান্তরে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত (২ জুন) বাহুবল উপজেলার করাঙ্গী নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ভাঙ্গনের ফলে পানিবন্দী নিওজগাঁও ও গোলগাঁও গ্রামের মানুষের কাছে গিয়ে তাদেরকে সমবেদনা জানান। এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২য় দাপে গত ২১ মে বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮৬৮২ ভোট পেয়ে বিজয়ী হন মাওলানা আনোয়ার হোসাইন সালেহী, ভাইস চেয়ারম্যান পদে ১৮৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হন হাফেজ কামরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন মোছাঃ নাজমুন নাহার রীতা।