স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় প্রতিপক্ষের হুমকিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন খালেদ মিয়া নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, ্প্রতিপক্ষের লোকজন তার উপর আক্রমণের চেষ্টাও করে। এ ঘটনায় সৈয়দ আলীর পুত্র খালেদ মিয়া নামে ব্যক্তি আদালতে সাইদুর রহমান মিন্টন (৫০), তাজ উদ্দিন (৩৫), রুবেল মিয়া (৩০), মিয়া হোসেন (২৮), জাবেদ মিয়া (২২), সুফিয়া বেগম (৩৬) এর বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, জায়গা নিয়ে আসামিদের সাথে বিরোধ চলে আসছে খালেদ মিয়ার। এরপর থেকে উল্লেখিতরা খালেদ মিয়াকে রাস্তাঘাটে একা পেলে খুন করার হুমকি দিচ্ছিলো দীর্ঘদিন ধরে। এমনকি মিথ্যা মামলায় ফঁসিয়ে তাকে হয়রানিরও হুমকিও দেয়া হচ্ছিল।
গত ৫ জুন বুধবার বিকালে খালেদ মিয়া পানিউমদা বাজার থেকে বাড়ি ফেরার পথে ঈদগা এর রাস্তার সামনে পৌছামাত্র সাইদুর রহমান মিন্টন ও সুফিয়া বেগমের হুকুমে লাঠি, রামদা, লোহার রড ইত্যাদি প্রাণনাশক অস্ত্রপাতি নিয়ে গালিগালাজ করে আক্রমণ চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আসামিদের হুমকি ধামকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তিনি ক্ষতিসাধরনের আশংকা করছেন। তাই তিনি প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেন।